হোম > ছাপা সংস্করণ

রৌমারীতে বন্ধ ২৭ বিদ্যালয়

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ৩৫টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। বৃষ্টি ও উজানের ঢলে জিনজিরাম, ধরনী ও কালজানি নদীর পানি অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো অঞ্চল প্লাবিত হয়নি। এখনো পাঠদান বন্ধ রয়েছে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ে।

গতকাল সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, রৌমারী ইউনিয়নের কড়াইকান্দি, মির্জাপাড়া, গোয়লগ্রাম, নতুন চুলিয়ারচর, বাওয়ার গ্রাম, ধুবলাবাড়ি যাদুরচর ইউনিয়নের বকবান্দা, বিক্রিবিল, আলগারচর ও কাশিয়াবাড়ি এলাকার বেশিরভাগ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। স্থানীয়রা জানান এখনো কোনো জন প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা তাঁদের কাছে আসেননি।

রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রামের ছপিয়াল হক (৫০) বলেন, ‘তাঁর সাত সদস্যের পরিবার। কয়েক দিন থেকে কোনো কাজকাম নেই তাই পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন।’

যাদুরচর ইউনিয়নের পুরোনো যাদুরচর গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘পাঁচ দিন ধরে আমার পরিবার নিয়ে কী যে কষ্টে আছি তা আপনাদের বোঝাতে পারব না। কেউ একবার খোঁজও নিল না।’

সদর ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের ছামচুল হক বলেন, ‘আমার দুই বিঘা জমির পাট তলিয়ে গেছে। ধারদেনা করে আবাদ করেছি। এখন আমার উপায় কী হবে তা আল্লাহই জানেন। সরকারের কাছে আমার দাবি আমাদের দিকে যেন একটু নজর দেন।’

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেশ আলী বলেন, ‘সরকারিভাবে এখনো কোনো বরাদ্দ পাইনি। আমার এলাকার বন্যা পরিস্থিতি উপজেলা প্রশাসনকে অবগত করেছি। আমার ইউনিয়নের বন্যায় ক্ষতির তালিকা করা হচ্ছে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ‘বন্যার্তদের জন্য তিন লাখ টাকার ত্রাণ সামগ্রীর প্যাকেট করা হচ্ছে। দুর্গতদের মধ্যে দ্রুত বিতরণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসককে অবগত করেছি। বরাদ্দ পেলে বন্যার্তদের জন্য ত্রাণ ক্রয় করে বিতরণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ