লালন-রবীন্দ্র-মোশাররফের জন্ম ও স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীতে আগামীকাল শনিবার ‘কবিতা উৎসব’ অনুষ্ঠিত হবে। স্থানীয় শিশুপার্কে দিনব্যাপি উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সাবেক অর্থ সম্পাদক কবি সৈয়দ আবদুস সাদিক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শতাধিক কবি-সাহিত্যিক উৎসবে যোগ দেবেন। কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে উৎসবের পৃষ্ঠপোষকতা করছেন শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন।
কুমারখালী কবিতা পরিষদের পক্ষে কবি নাট্যকার লিটন আব্বাস বলেছেন, ‘কুমারখালী সবসময়ই ছিল এ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক চর্চার পীঠস্থান। অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং এ অঞ্চলের তরুণ কবি-লেখকদের সাহিত্যের মূলস্রোতে যুক্ত করতে এ উৎসবের আয়োজন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি কাজী আখতার হোসেন, কবি শেখ রবীউল হক, কবি ও সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, লেখক-সংগঠক লালিম হক, কবি মাহমুদ শমসের প্রমুখ।