হোম > ছাপা সংস্করণ

আঙুল নেই, কবজি দিয়ে লিখে এসএসসি পরীক্ষা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কবজি দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিল অদম্য মেধাবী মোবারক আলী। দুই হাতে আঙুল না থাকলেও সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর মতোই মোবারক কবজি দিয়ে লিখে পরীক্ষা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। হাতের লেখাও সুন্দর তার।

মোবারক উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দিনমজুর এনামুল হকের ছেলে। হাতের আঙুল ছাড়াই জন্ম হয় তার। এভাবেই বড় হয়ে উঠে। এ জন্য কখনো দমেনি সে। ২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিল সে।

কথা হলে মোবারক সবার কাছে দোয়া কামনা করে। ভালো ফলাফল করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে চায় সে।

এ বিষয়ে কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মোবারক প্রতিবন্ধী হলেও মেধাবী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। আশা করছি সে এসএসসি পরীক্ষায় ভালো ফল করবে।’

ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব গোলাম কিবরিয়া জানান, মোবারক অন্য শিক্ষার্থীদের মতোই প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাড়তি সময় দেওয়া হলেও সে স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই নির্দিষ্ট সময়ে খাতা জমা দিয়ে পারদর্শিতা দেখিয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ