ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশার চুরি করা ব্যাটারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৬টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার মনিরুল ইসলাম ও সদর উপজেলার বাবু বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৩ ডিসেম্বর ২৪ ভোল্টের ড্রাইসেল ৩০০ ব্যাটারি ভালুকা থেকে নরসিংদী পাঠাতে ট্রাকে বোঝাই করা হয়। পরে জানা যায় ট্রাকটি নরসিংদী পৌঁছায়নি।
তাদের খোঁজ না পেয়ে গত বছরের ২১ ডিসেম্বর মামলা হয়। মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও ৩০০ ব্যাটারির মধ্যে ১৬৬টি উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।