ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে ১৩ হাজার ৪০০ পরিবার। আজ বুধবার সকাল থেকে বোরহানউদ্দিন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ শুরু হবে বলে জানা গেছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৪০০টি পরিবারের মধ্যে পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার, গঙ্গাপুর ইউনিয়নে ১১২, সাচড়া ইউনিয়নে ৮২৭, কাচিয়া ইউনিয়নে ১ হাজার ৪৩৩, পক্ষিয়া ইউনিয়নে এক হাজার, বড় মানিকা ইউনিয়নে ১ হাজার ৫৭০, কুতবা ইউনিয়নে ৯৪৬, হাসানগর ইউনিয়নে ৬৩০ এবং টগবী ইউনিয়নে ১ হাজার ৩৪৮টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে এক হাজার পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।
পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘অসহায় ও দুস্থ পরিবারের কথা বিবেচনা করে প্রতিবছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সহায়তা দেওয়া হয়। এবার ভিজিএফের চাল খাদ্য সহায়তা হিসেবে উপহার দিয়েছে সরকার। পৌর সভা এলাকায় যাচাই-বাছাই করে শুধু অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।’