গত সপ্তাহে খবর প্রকাশ হয়েছিল, বিয়ে করছেন নিথিয়া মেনন। এই সপ্তাহে নিথিয়া নিজেই জানিয়ে দিলেন, তিনি বিয়ে করছেন না। আপাতত বিয়ের কোনো পরিকল্পনাই নেই। সংবাদমাধ্যম বলেছিল ‘বিরতি নিচ্ছেন নিথিয়া’। সে কথা স্বীকার করলেন তিনি। তবে সেটা দীর্ঘ দিনের জন্য নয়। নিথিয়া বলেন, ‘আমি তো বিরতি নিয়েই ক্যারিয়ারটা এগিয়ে নিচ্ছি। কোনো বছরই টানা কাজ করিনি। একটা কাজ করে কম হলেও দুই মাসের বিরতি নিই। এরপর নতুন কিছু নিয়ে ভাবি। এই বিরতি চলছে, চলবে।’
বেঙ্গালুরুর মেয়ে নিথিয়া এখন বলিউডেও পেয়েছেন পরিচিতি। কন্নড়, মালয়ালাম, তামিল, তেলুগু ভাষায় একাধিক সিনেমায় অভিনয় করার পরে বলিউডে তাঁর শুরু ‘মিশন মঙ্গল’ দিয়ে। এরপর হিন্দি ‘ব্রেথ’ সিরিজে অভিনয় করে পরিচিতি বাড়িয়েছেন তিনি।
বিভিন্ন ভাষার প্রতি নিথিয়ার খুব আগ্রহ। নতুন ভাষা রপ্তও করেন খুব তাড়াতাড়ি। এর মধ্যেই ছয়টি ভাষায় তিনি পারদর্শী হয়ে উঠেছেন। নিথিয়া নিজেই বললেন, ‘নতুন ভাষা শিখতে খুব ভালো লাগে। বেশ কয়েকটি ভাষা জানি। এখন মারাঠি আর বাংলা শেখায় মন দিয়েছি। আমার কলকাতার বন্ধুরা বলে, আমাকে দেখলে নাকি বাঙালি মনে হয়। এক বন্ধু বলেছে, “বাংলা ভাষা শিখে কলকাতায় চলে আয়, এখানে সিনেমা নির্মাণ করবি।” তাই বাংলা শিখছি।’