ভ্রমণ সহজ করার জন্য এখন অনেক ধরনের গ্যাজেট পাওয়া যায়। ঘুরতে যেখানেই যান না কেন সেগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে। তেমনি একটি স্মার্ট গ্যাজেট জার্নি মগ। এটি একান্তই আপনার জিনিস। ফলে যেকোনো জায়গায় পানি বা চা-কফি কিংবা অন্য কোনো তরল খাবারের জন্য আর সমস্যায় পড়তে হবে না।
যেসব সুবিধা পাবেন
পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পারবেন
নিজের মগে নিজেই গরম পানি, কফি বা চা পান করবেন। বাইরের অস্বাস্থ্যকর, ময়লা কাপে পেটের অসুখ বা নানা সমস্যায় পড়তে হবে না। আবার জার্নি মগ থেকে ঝাঁকুনির কারণে কফি বা চা গায়ে পড়ে যাওয়ার ভয় নেই। চলতি পথে যাতে আপনার প্রিয় পানীয় পড়ে না যায়, এই মগগুলোর ঢাকনা সেভাবেই বানানো হয়।
চা/কফি গরম বা ঠান্ডা থাকবে
যেকোনো ঋতুর ভ্রমণে ক্লান্তি দূর করতে গরম ধোঁয়া ওঠা চা-কফির বিকল্প নেই। আবার খুব গরমে আরাম দেবে কোল্ড কফি বা যেকোনো ঠান্ডা পানীয়। প্লাস্টিক, স্টাইরোফোম বা কার্ডবোর্ড কাপের কোনোটিই এসবে তেমন ভালো কাজ করে না। কিন্তু দ্বিস্তরবিশিষ্ট স্টেইনলেস স্টিলের কফি মাগ থার্মোস ঘণ্টার পর ঘণ্টা আপনার চা বা কফি গরম কিংবা ঠান্ডা রাখবে।
কফির স্বাদ ভালো থাকে
স্টাইরোফোম কফি কাপ এবং এর ডিসপোজিবল ঢাকনাগুলো থেকে বিপিএর মতো ক্ষতিকর রাসায়নিক চা বা কফিতে মিশে যায়। এ ছাড়া কফি থেকে প্লাস্টিকে একধরনের বাজে গন্ধ উৎপন্ন হয়। স্টেইনলেস স্টিল দুর্গন্ধ তৈরি করে না বা ক্ষতিকর রাসায়নিক কফি কিংবা চায়ের সঙ্গে মিশতে দেয় না। তাই এটি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি কম।
ব্যবহারে সুবিধাএই ট্র্যাভেল বা জার্নি মগগুলোর দেয়ালে ডাবল ইনসুলেশন থাকে। এ জন্য এগুলো ব্যবহারে হাতে গরম বা ঠান্ডা লাগে না। এ ছাড়া ঠান্ডা পানীয় নিলেও কাপের বাইরে পানি পানি ভাব থাকবে না।
আপনার টাকা বাঁচাবে
যাঁদের ঘন ঘন চা বা কফি পানের অভ্যাস আছে, এটি তাঁদের টাকাও বাঁচবে। যাত্রাপথে বারবার চা-কফি কিনতে গেলে স্বাভাবিকভাবেই খরচ বেশি হয়। এই মগ একবার ভর্তি করে নিলে অনেকক্ষণ চা-কফি পান করা যায়। ফলে বারবার চা-কফি পানের অবাঞ্ছিত খরচ বন্ধ হবে।
পরিবেশবান্ধব
প্লাস্টিক বা কাগজের ওয়ান টাইম কাপে একবার চা বা কফি পান করে ফেলে দিতে হয়। পরিবেশের জন্য এই প্রক্রিয়া তাই বিপজ্জনক। জার্নি মগ ফেলে দেওয়ার সুযোগ নেই। কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিনের পর দিন ব্যবহার করা সম্ভব।