হোম > ছাপা সংস্করণ

আসামিকে পুলিশের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি জসিম উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাঁকে। এর আগে গত সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া এলাকায় স্কুল শেষে বাসায় ফিরছিল এক স্কুলছাত্রী। শনিবার দুপুরের দিকে একদল বখাটে যুবক ‘ফিল্মি স্টাইলে’ তাকে অপহরণ করে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা শুরু হয়। ওই রাতেই ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও অপহরণকারী গ্রেপ্তার না হওয়ায় চলতে থাকে সমালোচনা। শেষ পর্যন্ত অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী জসিম উদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

পুলিশ বলছে, বখাটে জসিম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে ও কোচিংয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাবও দেন তিনি। কিন্তু এতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী শনিবার দুপুর আড়াইটায় স্কুল শেষে বাসায় যাওয়ার পথে জসিম ও তাঁর সহযোগী ইরফান ও আশিক ওই ছাত্রীকে টানাহ্যাঁচড়া করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হওয়ায় ওই ছাত্রীকে রাত ৮টার দিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় জসিম। পরে তিনি রাজধানীর বাড্ডায় তাঁর এক স্বজনের বাসায় আত্মগোপন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন বুধবার সকালে আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার মধ্যরাতে জসিম উদ্দিনকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ