জৈন্তাপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ডালিম আহমদ (২২)। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত শুরু।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ডালিম আহমদ ৫ মার্চ রাতে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ডালিমের বাবা বাচ্চু মিয়া ৬ মার্চ জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
গতকাল সোমবার বেলা তিনটায় জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল তদন্তে যায় ঘাটেরচটি গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি বিলে পা বাঁধা একটি মরদেহ ভেসে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি ডালিমের মরদেহ বলে নিশ্চিত করেন।
এদিকে নিহতের বাবা বাচ্চু মিয়া বলেন, ডালিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যা মামলা করবেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, জিডি তদন্তে গিয়ে বিলের জলে লাশ পাওয়া যায়। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।