টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দলিল লেখক স্বর্গীয় স্বপন কুমার বণিকের মরণোত্তর ভাতার চেক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে ভাতার চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী। স্বর্গীয় দলিল লেখক স্বপন কুমার বণিকের স্ত্রী মমতা রানী বণিকের কাছে মরণোত্তর ভাতার এক লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা।
সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, কালিহাতী সাব-রেজিস্ট্রার মো. শহিদুল ইসলাম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মাসুম সরকার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য মো. শাহীন হোসেন, মো. আল-আমিন ও বাদল চন্দ্র মজুমদার।