স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২-এ বিজয় মিছিলের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপনে আমরা বিজয় মিছিল আহ্বান করেছিলাম। এই মিছিলে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নন, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ মিছিলের গাড়িকে সম্মাননা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। আজকের মিছিলের শেষ কোথায় শুরু কোথায় বলতে পারি না। তবে এটা বলতে পারি, এই মিছিল বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে।’