হোম > ছাপা সংস্করণ

দুই বছর পর জমে উঠেছে বৈশাখী মেলা

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর জমে উঠেছে বৈশাখী মেলা। হাজীগঞ্জের বিভিন্ন এলাকার মেলা আয়োজক কমিটির নেতারা বৈশাখী মেলার আয়োজন করে।

সরেজমিন দেখা যায়, গত দুই দিনে উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের রায়চোঁ, সেন্দ্রা কালীবাড়ি গোহাট, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামে, হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর, বাকিলা ইউনিয়নের স্বর্ণা ও পৌর এলাকার বলাখাল ও রান্ধুনীমুড়া এলাকায় বৈশাখী মেলার আয়োজন লক্ষ করা যায়। তবে রমজানের কারণে শিশু, কিশোর ছাড়া অন্যদের আগমন চোখে পড়েনি।

এবারের মেলা হাঁড়ি, পাতিল, নানা রংচং চুড়ি, বাহারি ডিজাইনের খেলনাপাতি বেশির ভাগ শিশু কিশোরী মেয়েদের পোশাকের সঙ্গে মন কেড়েছে। ছেলেরা এ মেলায় যেন দুই বছর পর প্রাণ খুঁজে পেয়েছে।

গতকাল শনিবার হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া রানী বাজার বৈশাখী মেলার খেলনা বিক্রেতা হরিমন সাহা বলেন, আগের মত মানুষ মেলায় আসে না। করোনা মহামারির মধ্যে রোজার কারণে তেমন প্রস্তুতি নিয়ে বসা হয়নি। তার পরেও মোটামুটি ছেলে মেয়েদের উপস্থিতির কারণে মেলার পরিবেশ ধরে রেখেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাঙালির ঐতিহ্য সংস্কৃতি থেকে প্রতিবছর পয়লা বৈশাখ উদ্‌যাপন করে আসছে। কিন্তু বিশ্ব মহামারি কারণে গত দুই বছর এভাবে পালন হয়নি। তাই আমরা চাই যেন এ সংস্কৃতি পূর্বের ন্যায়ে চলমান থাকে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ