ময়মনসিংহ জোড়া খুনের ৩ আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তালেব আলী (৭১), মো. আবুল কালাম (৩৩), হারুন অর রশিদ (৩৫), মো. নাজমুল (৪০), মো. আরিফ (৩৫), মো. নাজমুল (৩০), মো. বাবু (২৭), মো. আরিফ (২৮), তোফায়েল আহমেদ (২২), কবির হোসেন (২০), সিরাতাল মোস্তাকিম (২৫), নাইম সরকার (২২)। অপর দুজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, জোড়া খুনের মামলায় তিনজন, মাদক মামলায় একজন, চুরির মামলায় দুজন, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানার সাতজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।