৩১ বছর পর আজ বুধবার যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।
১৫ পদের বিপরীতে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি প্যানেলে ৩০ জন ও স্বতন্ত্র দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, অশোক কুমার-আলমগীর সবুজ পরিষদে সভাপতি অশোক কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে বি এম আলমগীর সিদ্দিকী সবুজ প্রার্থী হয়েছেন। এই প্যানেলে সহসভাপতির দুটি পদে আল ইসলাম ও গোপীনাথ রায় চৌধুরী, সহসম্পাদক দুটি পদে ইফতেখার আলম রিপন ও শ্যামল কুমার মজুমদার, কোষাধ্যক্ষ পদে চিরন্তন মল্লিক প্রার্থী হয়েছেন।
অপরদিকে, মোয়াজ্জেম-প্রশান্ত পরিষদে সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে প্রশান্ত দেবনাথ প্রার্থী হয়েছেন।
এই প্যানেলে সহসভাপতির দুটি পদে আলতাফ হোসেন ও কাজী সাদাত হাসান শাহরিয়ার, সহসম্পাদকের দুটি পদে আজগার আলী খান ও আমিরুল ইসলাম তন্ময়, কোষাধ্যক্ষ পদে আফরোজা বেগম প্রার্থী হয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে এম আরিফুর রহমান ও সহসম্পাদক পদে আব্দুল হালিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৯৭৪ সালের ৬ নভেম্বর যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। সর্বশেষ ১৯৯১ সালে নির্বাচন হয়।