নান্দাইলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন মাজার বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নান্দাইল ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান মাস্টার, খারুয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আতাউল করিম অলি প্রমুখ।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শিব্বির আহম্মেদ।