নরসিংদীর ঘোড়াশালে লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালকসহ আরও ৫ যাত্রী। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘোড়াশাল চামড়াবো এলাকার রেলস্টেশনের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউসুফ আলী (৩০) শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার বাসিন্দা। আহত বাকিরা হলেন দত্তেরগাঁও এলাকার মোকাররম মিয়া (২৬), মাহবুব মিয়া, মো. রেদুয়ান (৯), মো. আবদুল্লাহ (১২) এবং পলাশের চরসিন্দুর এলাকার আল আমিন মিয়া (৪৩)।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কেউ দায়িত্বে ছিলেন না। তাই প্রাইভেটকারটি রেললাইনে উঠে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে। গত শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং পার হচ্ছিল একটি প্রাইভেটকার। একপর্যায়ে ট্রেনটি ধাক্কা দিলে রেললাইনের পাশে ছিটকে পড়ে প্রাইভেটকারটি। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। পরে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, অরক্ষিত লেভেল ক্রসিংটিতে দুর্ঘটনা রোধে ঘোড়াশাল পৌরসভা থেকে অস্থায়ীভাবে রতন ও কবির হোসেন নামের দুই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। দুর্ঘটনার সময় রতন গেটকিপারের দায়িত্বে থাকার কথা, কিন্তু তিনি সেই মুহূর্তে সেখানে অবস্থান না করায় দুর্ঘটনাটি ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, ‘প্রাইভেটকারে থাকা ছয়জনের একজন বিদেশগামী ছিলেন, যিনি আহত আছেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন প্রাইভেটকারে করে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। রেলক্রসিংটি অরক্ষিত ছিল।