হোম > ছাপা সংস্করণ

আবার ‘রাশ আওয়ার’ নিয়ে আসছেন জ্যাকি চ্যান

ব্রুস লির পর হলিউডের অ্যাকশন ফিল্মে মার্শাল আর্টকে জনপ্রিয় করেছেন জ্যাকি চ্যান। ‘রাশ আওয়ার’ সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ই বাজিমাত করেছিলেন। পরবর্তী সময়ে এই ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলো এতটাই দর্শকপ্রিয়তা পেয়েছিল, এখনো মানুষ এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের অপেক্ষা করেন। অবশেষে ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে এলেন জ্যাকি। ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার ঘোষণা দিলেন এই তারকা।

সম্প্রতি সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে এমন কথা জানিয়েছেন জ্যাকি চ্যান। তিনি বলেন, ‘আমরা এখন ‘‘রাশ আওয়ার’’ সিনেমার চতুর্থ সিক্যুয়েল নিয়ে আলোচনা করছি। স্ক্রিপ্টে ভুল আছে কিছু। সেগুলো সংশোধনের কাজ চলছে। এই মুহূর্তে আমারও ব্যস্ততা কম। তাই এখনই সময়, সিনেমাটির পরবর্তী পার্ট নিয়ে কাজ শুরু করার।’ তবে সিনেমাটি কে পরিচালনা করবেন, তা জানাননি এই অভিনেতা। ‘রাশ আওয়ার’ সিরিজের প্রথম তিনটি সিক্যুয়েল পরিচালনা করেছিলেন ব্রেট র‌্যাটনার।

এবার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে জ্যাকি চ্যানকে। শুভেচ্ছা বক্তৃতায় ব্রুস লির সঙ্গে স্টান্টম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘একজন স্টান্টম্যান হিসেবে আপনি প্রতিদিন আঘাত পেতে পারেন, এটা কোনো ব্যাপার না। যখন তাঁর (ব্রুস লি) সঙ্গে শুট করছিলাম, তখন আঘাত পাওয়ার ভান করতাম, আর তিনি বারবার দুঃখ প্রকাশ করতেন। আমি চাইতাম, তিনি আমাকে আবার আঘাত করুন, যাতে বাড়তি কাজ পেতে আমার সুবিধা হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ