সরকারি তহবিলের ২৬ কোটি টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে। আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০২১ সালে শিল্পকলা একাডেমির তৎকালীন সচিব নওশাদ হোসেন বদলি হওয়ার পর ওই দিনই নতুন আদেশ জারি করে চুক্তিভিত্তিক পরিচালক সৈয়দা মাহবুবা করিমকে সচিবের দায়িত্ব দেন লাকী। এরপর ওই সচিবের মাধ্যমে বিভিন্ন কৌশলে ২৬ কোটি টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া সরকারি বরাদ্দ লোপাটের জন্য ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়ার অভিযোগও উঠেছে লাকীর বিরুদ্ধে। দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে এসব অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।