আরটিভিতে এবারের ঈদের আয়োজনে থাকছে নাটক ‘রিকশা গার্ল’। আহমেদ তাওকীরের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। গল্পে তিশার নাম শিখা। আর সোহেল মণ্ডল আছেন রেজাউল চরিত্রে। ‘রিকশা গার্ল’ নাটকের গল্পে দেখা যাবে, শিখা এক সংগ্রামী নারী। শহরের এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার কষ্টের সংসার! শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে আছে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প। কাজের ফাঁকে তাকে খুঁজে বেড়ায় শিখা।