হোম > ছাপা সংস্করণ

বয়োবৃদ্ধদের সেবাযত্ন

ড. মুহাম্মদ ইউছুফ

মা-বাবার সেবাযত্ন ও দেখভাল করা সন্তানের জন্য ফরজ। তাঁদের প্রতি কোনো ধরনের অবহেলাই ইসলাম অনুমোদন করে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মা-বাবার সেবার প্রতি জোর দিয়েছেন। বিশেষ করে বার্ধক্যের সময় তাঁদের যাতে কোনো ধরনের কষ্ট পেতে না হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন, ‘আপনার প্রভু এই বলে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং বাবা-মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। তাঁদের একজন বা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তুমি তাঁদের বিরক্তিসূচক কোনো শব্দ বলবে না এবং তাঁদের ভর্ৎসনাও করবে না। বরং তাঁদের সঙ্গে সম্মানসূচক নম্র কথা বলবে। দয়াপরবশ হয়ে তাদের প্রতি সর্বদা বিনয়ী থাকবে এবং সর্বদা তাদের জন্য এই দোয়া করবে যে, “হে আমার প্রভু, আপনি তাঁদের প্রতি দয়া করুন—যেমনিভাবে শৈশবে তাঁরা আমার প্রতি অশেষ দয়া করে আমাকে লালন-পালন করেছেন”।’ (সুরা ইসরা/ ২৩-২৪)

শুধু মা-বাবাই নন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের মধ্যে যাঁরাই বার্ধক্যে উপনীত হয়েছেন, তাঁদের সম্মান এবং সেবাযত্ন করাও প্রত্যেক মুমিনের কর্তব্য। এটি প্রবীণদের অধিকার। ইসলাম এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করেছে। তাঁদের সার্বিক দায়িত্ব নেওয়ার মতো কোনো আত্মীয়স্বজন না থাকলে সমাজ ও রাষ্ট্রকে অবশ্যই তাঁদের দায়িত্ব নিতে হবে।

যারা বয়োবৃদ্ধদের সম্মান করবে, তাদের বার্ধক্যেও অন্যরা তাদের সম্মান করবে। মহানবী (সা.) বলেন, ‘কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলা তার বার্ধক্যের সময় তাকে সম্মান করবেন এমন লোক নিয়োজিত রাখবেন।’ (তিরমিজি) অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘বয়স্ক মুসলিম, কোরআনের হকপন্থী ধারকবাহক এবং ন্যায়পরায়ণ বাদশাহকে সম্মান করা মহান আল্লাহকে সম্মান করার মতো।’ (আবু দাউদ)

ড. মুহাম্মদ ইউছুফ, অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ