রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। তবে গতকাল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ঘোষণা করা হবে জানিয়েছে উপজেলা ছাত্রলীগ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী। ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন।
ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন।