হোম > ছাপা সংস্করণ

যাত্রী সেজে অটোরিকশা চুরি গ্রেপ্তার ১, পলাতক দুই

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়ায় যাত্রী সেজে ঘুরতে বেরিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছেন তাঁর দুই সঙ্গী।

গ্রেপ্তার তাহেরা বেগমের বাবার বাড়ি পীরগঞ্জ উপজেলার কাশেমপুর গ্রামে। তাঁকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ কাউনিয়ার রাজেন্দ্র বাজারে তিস্তা রেলওয়ে সেতু এলাকা থেকে গত বুধবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় তাহেরাকে আটক করে। পরে রাতে তাঁর বিরুদ্ধে অটোরিকশা চুরির ঘটনায় কাউনিয়া থানায় মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, সংঘবদ্ধ চোর দলের সদস্য তাহেরা এবং তাঁর দুই সহযোগী সুমি ও আশরাফুল বুধবার দুপুরের দিকে রংপুর শহরের সাতমাথা এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করেন। তাঁরা রিকশার চালক পীরগাছার তালুক ইসাদ ফকিরটারী গ্রামের সুমন মিয়াকে বলেন, তাঁদের কাউনিয়া রেলওয়ে সেতু এলাকায় নিয়ে যেতে।

সেতু এলাকায় পৌঁছে তাহেরা রিকশায় বসে থাকলেও তাঁর দুই সঙ্গী নেমে ঘুরতে যায়। পরে তাহেরাও গাড়ি থেকে নেমে চালক সুমনকে নিয়ে রেলওয়ে সেতুর ওপর ঘুরতে যান।

এ সুযোগে দুই সহযোগী সুমি ও আশরাফুল ফিরে এসে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। সুমন রেলসেতু থেকে ফিরে এসে রিকশা না পেয়ে স্থানীয় লোকজন ও কাউনিয়া থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাহেরাকে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, ‘সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা যাত্রী সেজে ঘুরতে এসে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অচিরেই চোরাই অটোবাইকটি উদ্ধার করতে পারব বলে আশা রাখি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ