তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হোসেনের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা যুবদল। সেই সঙ্গে তাঁকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে প্রতিমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক সম্পাদক শামসুল হক ঝন্টু, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন, সহসভাপতি ফারুক আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভা থেকে প্রতিমন্ত্রী মুরাদ রংপুরে আসলে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।