নড়াইলের কালিয়ায় গতকাল বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অন্যরকম ভাবে পালন করেছে উপজেলা প্রশাসন। সরকারি উপহার সামগ্রীর সঙ্গে ৩০০ মুক্তিযোদ্ধাকে একটি করে শীতের চাদরও উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।
এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে নানা অনুষ্ঠান মালার আয়োজনও করে উপজেলা প্রশাসন।
সেগুলোর মধ্যে রয়েছে, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, সুবর্ণজয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের জন্য উন্নতমানের বিশেষ খাবারসহ হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।