হোম > ছাপা সংস্করণ

ওয়াসার পানি তে তীব্র দূষণ

রিমন রহমান, রাজশাহী

রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) যে পানি সরবরাহ করে, তা একেবারেই পানযোগ্য নয়। এ পানিতে রয়েছে দূষিত টোটাল কলিফর্ম। এটি মানবদেহের জন্য ক্ষতিকর। এর চেয়েও ক্ষতিকর ফিক্যাল কলিফর্ম। সেটি অবশ্য কম।

পানির মান কেমন—তা জানতে সম্প্রতি রাজশাহী ওয়াসা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ে পানি পরীক্ষা করিয়েছে। সেখানেই উঠে এসেছে এ চিত্র। বিষয়টি নিয়ে রাজশাহী ওয়াসার কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজশাহীর জ্যেষ্ঠ রসায়নবিদ শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, রাজশাহী ওয়াসার পানিতে একধরনের ব্যাকটেরিয়া আছে। এটিকে বলা হয় ‘টোটাল কলিফর্ম’। পানযোগ্য পানিতে টোটাল কলিফর্মের মান থাকবে একেবারেই শূন্য। কিন্তু রাজশাহীর শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ওয়াসার সরবরাহ করা পানি পরীক্ষা করে দেখা গেছে, টোটাল কলিফর্মের মান ২০০ থেকে ১ হাজার।

নগরীর কোর্ট স্টেশন এলাকার রেজাউল করিম বলেন, ওয়াসার পানিতে দুর্গন্ধ। পানিতে ময়লা ভেসে আসে। ফোটানোর পরও দুর্গন্ধও থাকে।

এ বিষয়ে কথা বলতে চাইলে রাজশাহী ওয়াসার সচিব মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় বলেন, ‘এটা তো টেকনিক্যাল ব্যাপার। প্রকৌশল বিভাগ এ বিষয়ে কথা বলবে।’

যোগাযোগ করা হলে প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক কথা বলবেন।’ ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন ফোন ধরেননি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ শফিকুল ইসলাম বলেন, আরেক ধরনের কলিফর্ম আছে। এটাকে ‘ফিক্যাল কলিফর্ম’ বলে। মানুষ ও পশুপাখির মলমূত্র থেকে এই কলিফর্ম হয়। রাজশাহীতে এটি তেমন পাওয়া যায়নি। তবে টোটাল কলিফর্ম অতিরিক্ত বেশি। এটির মানমাত্রা থাকতে হবে শূন্য। এর বেশি হলে পানিকে পানযোগ্য ধরা যায় না। এই পানি পান করলে ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে পড়বে।

শফিকুল ইসলাম আরও বলেন, টোটাল কলিফর্ম হয় মূলত পাইপ ফেটে যাওয়ার পর ময়লা-আবর্জনা ঢুকে গেলে। রাজশাহী শহরজুড়ে উন্নয়নকাজ চলছে। এ কারণে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যায়। এর ফলেই টোটাল কলিফর্ম হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘শহরে ওয়াসার পানির পাইপ আছে মাটির মাত্র ৮ থেকে ১০ ইঞ্চি নিচে। ফলে রাস্তায় কাজ করতে গেলেই পাইপ ফেটে যায়। আমরা নিজেরাই জিনিসপত্র কিনে ঠিক করে দিই। এ জন্য আমরা বলছি, মাটির অন্তত তিন ফুট নিচে যেন ওয়াসার পাইপ পোঁতা হয়। এটা নিয়ে আলোচনা চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ