হোম > ছাপা সংস্করণ

৮ হাত লম্বা কুশি কৃষক বেজায় খুশি

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় কৃষকের খেতে দীর্ঘ আট হাত লম্বা এক কুশির (চিচিঙ্গা) দেখা মিলেছে। এটিকে দেশের সবচেয়ে দীর্ঘকায় কুশি বলে মনে করছেন স্থানীয়রা। কৃষকের খেতের এই সবজিটির কথা এখন লোকমুখে ঘুরছে।

খবর পেয়ে সেটি দেখতে ওই কৃষকের বাড়ির দিকে ছুটে আসছেন অনেকে। গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঞ্চল্যকর ব্যাপারটি পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটি ইউনিয়নের ফুলবাড়ীর জোর্দার বা গোসাই বাড়ির। ভারত থেকে নিয়ে আসা হয়েছে আলোচিত কুশির বীজ।

এ বিষয়ে জানতে চাইলে কৃষক মনিমালা জোর্দার বলেন, আমাদের এক আত্মীয়ের মাধ্যমে ভারত থেকে কুশির দুটি বীজ এনেছিলাম। পরে বীজ দুটিকে আমাদের বাড়ির ভেতর ভিটায় রোপণ করি। দুটি বীজের একটিতে চারা গজিয়েছিল। গাছটির বয়স এখন প্রায় তিন মাস। তিনি বলেন, একটি গাছে ছোট বড় অনেক কুশি রয়েছে। প্রতিটি কুশি সাড়ে ৭ থেকে ৮ হাত পর্যন্ত লম্বা হয়েছে। এই গাছের কুশি খেতেও অনেক সুস্বাদু।

তিনি আরও বলেন, আমাদের জীবনে এত লম্বা কুশি কখনো দেখিনি। এটি হচ্ছে রাম জাতের কুশি।

আরেক কৃষক মনিমোহন জোর্দার বলেন, এই জাতের কুশি থেকে অন্য কৃষকেরা যাতে উপকৃত হয়, সে জন্য আমরা বীজ সংগ্রহ ও সংরক্ষণে কৃষি অফিসের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বটিয়াঘাটা উপসহকারী কৃষিবিদ মো. আব্দুল মান্নান বলেন, এটা কোন জাতের কুশি সেটা বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে এ কুশি খুবই ভালো জাতের। আমরা বীজ সংরক্ষণে সার্বিক সহযোগিতা করব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ