হোম > ছাপা সংস্করণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে গত বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার নোয়াপাড়া পথের হাট মিয়া মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্র হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জিন্নাত আলী বলেন, মনির হোসেনের গ্যাস সিলিন্ডারের দোকানের একটি সিলিন্ডার থেকে মৃদু আগুন দেখা গেলে দোকানের এক কর্মচারী বালু ও ছেঁড়া বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনিসহ অন্যরা দুর্ঘটনার আশঙ্কায় আশপাশের দোকান থেকে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। এর পর পরই ৫টি সিলিন্ডার বিস্ফোরণে দোকানের টিনের চাল উড়ে যায়।

এ ঘটনায় দেখতে সড়কের ওপর উৎসুক মানুষ জড়ো হলে ফায়ার সার্ভিসের লোকজনের কাজ করতে সমস্যা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি সদস্য নুরুল ইসলাম এসে রাস্তা থেকে উৎসুক মানুষকে হটিয়ে দেন। এ সময় ব্যস্ততম কাপ্তাই সড়কে যানবাহন বন্ধ হয়ে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টায় আগুন নেভানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালুরঘাট দমকল বাহিনীর টিম লিডার বাহার উদ্দিন বলেন, আগুনে চারটি দোকানের ক্ষতি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ