হোম > ছাপা সংস্করণ

সেতুর পিলারে বাইকের ধাক্কা, দুই ভাই নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সেতুর পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই চাচাতো ভাই নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাজাহান খান সেতুর উত্তরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও এলাকাবাসী বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে শাজাহান খান সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল দুই চাচাতো ভাই জনি ও নাঈম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুতর জখম হয়। মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জমি ফরাজী মারা যায়। পরে মরদেহ বাড়িতে নেন স্বজনরা। দুই ভাইয়ের মৃততে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার মৃতদেহ নিয়ে গেছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ