হোম > ছাপা সংস্করণ

হেমন্ত বন্দনায় পিঠা উৎসব

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)

আকাশজুড়ে মেঘ, বাইরে অসময়ের বৃষ্টি। তবু দমাতে পারে নাই প্রাণের উচ্ছ্বাস। গত সোমবার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো হেমন্ত বন্দনা। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় ‘পালা পার্বণে নবান্ন’ শীর্ষক পিঠা উৎসব। এই উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েক শ শিল্পী, সংস্কৃতি অনুরাগী ও আমন্ত্রিত অতিথি।

উৎসবে ৬টি স্টলে পিঠা, কারুশিল্প প্রদর্শন করা হয়। এতে রেড ভেলভেট জার কেক, চুই পিঠা, প্রিন্টেড পাটিসাপটা, হোমমেড কেক বিবিখানা পিঠা, দুধ চিতই, ঝাল পিঠা, কালোজাম, বিবিখানা পিঠা, তিলের পিঠা, খোলাজা পিঠা, গুঁড়া দুধের সন্দেশ, গুড়ের পায়েসসহ হরেকরকমের পিঠায় ভরপুর ছিল স্টলটি। এতে অনলাইন বেচাকেনা ফোরামের স্টলগুলো ছিল চোখে পড়ার মতো। তাদের স্টলে ছিল হেমন্ত থিম কেক। নিমেষেই সব পিঠা বিক্রি হয়ে যায়।

হেমন্ত বন্দনা অনুষ্ঠানে হেমন্ত ঋতু নিয়ে গান, কবিতা, নৃত্য, কোরিওগ্রাফি পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। প্রায় দেড় শ শিল্পীর অংশগ্রহণে রাত ৮টা পর্যন্ত মেতে ছিলেন আগত দর্শকেরা।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম ছিদ্দিকী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন।

বাচিক শিল্পী রওশন শরীফ তানি ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উৎসবে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা।

অনুষ্ঠানে ওস্তাদ রাজেশ সাহা ও জ্যাকলিন তনচংগ্যা সংগীত পরিচালনা এবং সংগীতা দত্ত এনি নৃত্য পরিচালনা করেন। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত কণ্ঠে সংগীত, নৃত্য ছাড়াও একক, দ্বৈত সংগীত, আবৃত্তি, কোরিওগ্রাফ ও যন্ত্র সংগীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ