হোম > ছাপা সংস্করণ

নড়বড়ে কাঠের সেতু, খুলে গেছে তক্তা, লোহার খুঁটি

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা পরিষদসংলগ্ন তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চিত্রা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ঝুঁকি নিয়ে যাযতায়াত করতে হচ্ছে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণকে।

সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদসংলগ্ন মরা চিত্রা নদীর পাশে ৩৮ নম্বর তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের প্রায় ৩০০-৪০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ও লোকজনের উপজেলা পরিষদে   আসা যাওয়ার একমাত্র অবলম্বন কাঠের এ সেতু। সেতুটির অনেক স্থানে তক্তা নেই বললেই চলে। এ ছাড়া লোহার খুঁটিসহ অন্যান্য সামগ্রী খুলে খুলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে পারাপার।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো লোক যাতায়াত করছেন এ সেতু দিয়ে। কিন্তু দীর্ঘদিন ধরে কাঠের সেতুটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বর্তমানে পারাপারে অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া প্রাইমারি থেকে শুরু করে কলেজ শিক্ষার্থীদের নিয়মিত যাওয়া আসা ও এলাকাবাসীর প্রতিদিন তেরখাদা উপজেলা পরিষদ, সরকারি দপ্তরসমূহ, কলেজ, হাসপাতাল ও তেরখাদা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় করতে যেতে হয়।

এ অবস্থায় এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করা বিপদ ছাড়া আর কিছুই নয়। এই অসংখ্য লোকের যাতায়াত করতে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। কৃষকের জমির ধান কেটে বাড়িতে নেওয়া এবং পণ্য সামগ্রী ও দ্রব্য আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে। এলাকার সাধারণ দীর্ঘদিন ধরে পুলটি যাতায়াতের অযোগ্য হয়ে গেছে। ছোট ছোট শিশু, মহিলা এবং স্বাভাবিক মানুষের পারাপারের মারাত্মক অসুবিধা হচ্ছে। পূর্বে পুলটি সংস্কারের জন্য বেশ কয়েকবার বরাদ্দ হলেও প্রত্যেকবার জনগুরুত্বপূর্ণ এ পুলটি দায়সারা ভাবে মেরামত করা হয়েছে বলে এলাকাবাসী জানান। এমতাবস্থায় এই পুলটির সংস্কারের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ কামনা করছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়রা আরও জানায়, কয়েক দিন আগে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় কাঠের পুল থেকে পড়ে মারাত্মক আহত হয়। জনস্বার্থে ও জনগুরুত্বপূর্ণ কাঠের পুলটি সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার নয়, নতুনভাবে ব্রিজ নির্মাণ করা আবশ্যক বলে মনে করেন এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ