মহান বিজয় দিবস উদযাপন ও মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মেয়র কাপ ব্যাডমিন্টন ও শেখ সুলতান আহমেদ স্মৃতি পদক-২০২১ এর আয়োজন করেছে খুলনা নগরীর উদীয়মান যুব সমাজ নামের একটি সামাজিক সংগঠন।
আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। এটি আয়োজনে সহযোগিতা করছে ‘বিশ্বাস প্রপার্টিজ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে খুলনার স্থানীয় দৈনিক সময়ের খবর।
১৭ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী নগরীর খালিশপুর আলমনগর জোড়া তালগাছ মোড়ে উদীয়মান যুব সমাজের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উদীয়মান যুব সমাজ এর পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল গাজী উজ্জ্বল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী উজ্জ্বল। লিখিত বক্তব্যে বলা হয়, নগরীর খালিশপুরে বর্তমান প্রজন্মেও উদীয়মানদেরকে নিয়ে স্বেচ্ছায় মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘উদীয়মান যুব সমাজ’।