ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেছেন, নির্বাচনের ১ দিন আপনাদের, বাকি ৩৬৪ দিন আমাদের। নির্বাচনের দিন আপনারা (প্রার্থীরা) ভালো থাকলে, বাকি দিনগুলো একসঙ্গে ভালো থাকব। নির্বাচনের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করলে বাকি দিনগুলো সম্পর্ক ঠিক থাকবে না।
তিনি বলেন, ‘নির্বাচনে অংশ গ্রহণ করা প্রার্থীদের মধ্যে কেউ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করলে তা ভুলে যান। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল রোববার বিকেলে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ইউপি সদস্য ও সাধারণ ইউপি সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ৩০ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৪ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও ২৬৪ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।