হোম > ছাপা সংস্করণ

প্রথমবার দেশের গানে বালাম

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের নতুন গান ‘জাগো বাংলাদেশ জাগো’। গানটি লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। এর মাধ্যমে সংগীতজীবনে প্রথমবারের মতো দেশের গানে কণ্ঠ দিলেন বালাম।

আগে থেকেই দেশের গানের প্রতি আলাদা টান ছিল বালামের। দীর্ঘদিন ধরেই ভাবছিলেন দেশের গান গাইবেন। এবার সেই ইচ্ছা পূরণ হলো তাঁর। বালাম বলেন, ‘এর আগে অনেকের সঙ্গে দেশের গান গেয়েছি। কিন্তু নিজের একটি দেশাত্মবোধক গান করা হয়নি বলে আফসোস হতো। প্রায়ই মনে হতো, একটি দেশের গান করা উচিত।’

বালাম আরও বলেন, ‘এখনো অসংখ্য গান আমাদের নাড়া দেয়, মহান মুক্তিযুদ্ধের ৯ মাসের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। সেই অনুভূতির জায়গা থেকেই এক বসায় গানটি লিখে শেষ করি।’

গানটি বালামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে ড্রামস বাজিয়েছেন রায়হান ফিরোজ, গিটারে রেজওয়ান ফিরোজ, বেজ গিটারে শিশির ও কি-বোর্ডে বাপ্পী।গত ভালোবাসা দিবসে তিন বছরের বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করেন বালাম। এখন থেকে নিয়মিত প্রতি উৎসবে ভক্তদের গান উপহার দেবেন বলে জানান তিনি। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ