হোম > ছাপা সংস্করণ

টিকা পেল কড়াইল বস্তির ৬ হাজার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা থেকে শুরু করে স্কুলশিক্ষার্থীদের একটি অংশ এখন টিকার আওতায় এলেও বাকি ছিল রাজধানীতে বসবাসরত কয়েক লাখ বস্তিবাসী। এবার তাদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল মঙ্গলবার সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টিকা নিতে পেরেছে কড়াইল বস্তির বাসিন্দারা।

তবে দৈনিক টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ১৫ হাজার হলেও দিতে পেরেছে অর্ধেকেরও কম। এদিন ৬ হাজার ৩২১ জন নারী-পুরুষকে টিকা দেওয়া হয় বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, গতকাল সকাল ৯টায় টিকাদান শুরু হওয়ার কথা। কিন্তু বিলম্বে টিকা পৌঁছানো ও আনুষঙ্গিক প্রস্তুতির অভাবে সব কেন্দ্রে নির্ধারিত সময়ের পরে শুরু হয় টিকাদান। তারপরও যে ভোগান্তির আশঙ্কা করা হয়েছিল তেমন কিছুই হয়নি। টিকাদানে গতি থাকায় কয়েকটি কেন্দ্রে দুপুরের আগেই টিকা দেওয়া শেষ হলেও নিবন্ধন জটিলতায় সময় লেগেছে বাকিগুলোতে।

ডিএনসিসি জানায়, বিশেষ ব্যবস্থায় উত্তর সিটি করপোরেশনের সব বস্তির জন্য ৫ লাখ টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম দিনে গতকাল কেবলমাত্র কড়াইল বস্তিতে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোতেও দেওয়া হবে। এই বস্তিতে বসবাসরত ১৮-ঊর্ধ্ব তিন লাখ নারী-পুরুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দিনে সাতটি কেন্দ্রে ২৫টি বুথে দেওয়ার কথা থাকলেও তা কমিয়ে আনা হয় ১১টিতে। একইসঙ্গে কমেছে টিকাদানের পরিমাণও। ১৫ হাজারের জায়গায় টিকা পেয়েছে অর্ধেকেরও কম।

কড়াইল বস্তির সবচেয়ে বড় টিকাকেন্দ্র এরশাদনগর উচ্চবিদ্যালয় মাঠ। এই কেন্দ্রে বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, টিকাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। যাদের অধিকাংশই নারী। এই কেন্দ্রের ৭টি বুথের প্রতিটিতে ৫০০ জনকে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ