ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আওলাদ হোসেন হাওলাদারকে
দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাঁকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
২৮ নভেম্বর টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউপি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত ১৮ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে ৬ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে পাঠানো হয়। সেখানে মো. আওলাদ হোসেনের নাম ১ নম্বরে ছিল। তবে দলীয় মনোনয়ন বোর্ড ৩ নম্বরে উল্লেখিত বর্তমান চেয়ারম্যান হাজী মো. দুলালকে নৌকা প্রতীক দিলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।