দিনাজপুর প্রতিনিধি
এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে পদার্থ বিজ্ঞান ২য় পত্র ও লঘু সংগীত ২য় পত্রের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২১৯ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ হাজার ৬৩০ জন। অনুপস্থিত ছিল ৫৮৯ জন। কুড়িগ্রামে অসদুপায় অবলম্বনের অভিযোগে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রংপর বিভাগের ৮ জেলায় সব কটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।