হোম > ছাপা সংস্করণ

হঠাৎ স্থগিত হলো ওয়ার্ড সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর কেন্দ্র থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা পাওয়ার পর ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ার্ডের সম্মেলনগুলো স্থগিত করা হয়েছে। বিষয়টি গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

নগর আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হবে। সেখানে ওয়ার্ড সম্মেলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।

১৩ ডিসেম্বর রাতে কমিটি গঠন নিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডে ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল হয়। এ সময় নেতা-কর্মীদের একাংশ নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে অবরুদ্ধ করে রাখেন। এর আগে ১৬ নভেম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের ক-ইউনিটে সম্মেলনেও গোলযোগ হয়। সব মিলিয়ে ১০টি ইউনিটের সম্মেলনে ঝামেলার খবর পাওয়া গেছে।

তৃণমূলের সম্মেলনকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগে দুটি ধারার সৃষ্টি হয়েছে। নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের বিরোধী হিসেবে পরিচিত কয়েকজন জ্যেষ্ঠ নেতা গত বুধবার ঢাকায় গিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এসব বিষয়ে বৈঠক করেন। এর পরদিনই ওয়ার্ড সম্মেলন বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা এল।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ