হোম > ছাপা সংস্করণ

চালের বাজার: দাম বাড়ল মিনিকেট ও নাজিরশাইলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানের মূল্যবৃদ্ধির অজুহাতে বাজারে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বাড়ালেন মোকামমালিকেরা, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে চাল দুটির দাম বাড়ল কেজিপ্রতি ৫ টাকা পর্যন্ত।

দেশের বিভিন্ন মোকামে বোরো ধানের মজুত শেষ পর্যায়ে। এ সময় কৃষক, মিলার কিংবা মজুতদার কারও কাছেই ধানের তেমন মজুত নেই। এ কারণে বাজারে বোরো মৌসুমের ধানের দাম স্বাভাবিকভাবেই বেশি। অথচ ধানের দাম বেশি হওয়ার অজুহাতে চালের দাম বাড়ালেন ব্যবসায়ীরা।

দেশের বিভিন্ন মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, মোকামে ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট চাল ২ হাজার ৮৫০ থেকে ৩ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এ চালের দাম ছিল ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৯৫০ টাকা। আর নাজিরশাইল চালের বস্তাপ্রতি দাম এখন ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা।

নওগাঁ জেলা ধান-চাল আড়তদার সমিতির সভাপতি নিরদ বরণ সাহা বলেন, দেশে বোরো মৌসুমের ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। যে পরিমাণ ধান রয়েছে, তা নিয়ে আগামী তিন মাস পর্যন্ত চালানো হবে। বোরো মৌসুমের ধানের সরবরাহ কম থাকায় দামও বেশি। এ জন্য চালের দাম বাড়াতে হচ্ছে।

এদিকে মোকামে চালের দাম বাড়ায় পাইকারি বাজারেও এর প্রভাব পড়েছে। পুরান ঢাকার বাবুবাজারের মেসার্স ফরিদ রাইস এজেন্সির বিক্রয় প্রতিনিধি মোশারফ হোসেন বলেন, বাজারে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ছিল ৫৮-৫৯ টাকা।

 বর্তমানে তা ৬১-৬৩ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি নাজিরশাইল চালের দাম ছিল ৫৮-৬০ টাকা। বর্তমানে তা ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৬০-৭৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬০-৭০ টাকা।

তবে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে চালের দামের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মানভেদে প্রতি কেজি মিনিকেট ৬০-৭০ টাকা এবং নাজিরশাইল ৬২-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে প্রতি কেজি মিনিকেট চালের দাম ৬০-৬৫ টাকা ছিল। আর নাজিরশাইল বিক্রি হতো ৬০-৭০ টাকায়। রাজধানীর পূর্ব রামপুরা এলাকার মেসার্স সূচনা জেনারেল স্টোরের ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, দুদিন ধরে পাইকারি বাজারে চালের দাম দুই টাকা বেশি চাওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ