হোম > ছাপা সংস্করণ

দুই নারীসহ তিনজন খুনে আলোড়ন

টাঙ্গাইল প্রতিনিধি

চলতি বছরের ৩০ অক্টোবর ঘাটাইলের দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের প্রবাসী জয়েন উদ্দীনের বাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিন বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন প্রবাসী জয়েন উদ্দীনের মা জামেলা বেগম (৫৫), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৫) এবং কালিহাতীর সাতুটিয়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী শাহজালাল (২৮)। এ সময় আহত অবস্থায় শিশু সাফিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহত শাহজালালের পরিবার বলছে, ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি সে সময় দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পরে এ ঘটনায় জামেলা বেগমের বড় ছেলের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে ৩০ অক্টোবর রাতে একটি হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত মামলাটির তেমন অগ্রগতি নেই। কাউকে গ্রেপ্তার বা আটক করেনি পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, প্রাথমিক তদন্তে এটা একটি আত্মহত্যা বলে মনে হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে বলা যাবে আসলে সেখানে কী ঘটেছিল। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে নিহত শাহজালালের মা বলছেন, আগের স্বামী বিদেশ থাকায় তাঁর ঘর ছেড়ে এসে শাহজালালকে বিয়ে করেছিল সুমী। প্রায় ছয় মাস তাঁরা একসঙ্গে কালিহাতী পৌর এলাকায় সাতুটিয়া বসবাস করতেন। পরে অসুস্থতার কথা বলে বাড়িতে নিয়ে আসেন সুমীর বাবা। তারপর আবার আগের স্বামীর সংসারে ফিরিয়ে নিয়ে যান। ওই এলাকার লোকজন ফোন করে ডেকে নিয়ে শাহজালালকে হত্যা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ