খুলনা মহানগরীতে পুলিশ পরিচয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর আড়ংঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহানগরীর দৌলতপুর থানার আড়ংঘাটা এলাকার বেলাল মোড়ল (৪৬), রাসেল (২২), আজিজুর রহমান মিঠু (৪০) ও দিঘলিয়া এলাকার জিহাদ মুন্সি (২৪)।
অধিনায়ক মোসতাক আহমেদ জানান, গত মঙ্গলবার বিকেলে আড়ংঘাটা এলাকায় ভুক্তভোগী স্বামী-স্ত্রী ঘুরতে বের হন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে আটটার দিকে আড়ংঘাটা বাজারে যাওয়ার পথে চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গতিরোধ করেন। পরে তাঁরা ভয়ভীতি দিয়ে স্বামীকে একটি স্থানে আটকে রেখে ধর্ষণ করে।