বেনাপোল প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির ডাকা ধর্মঘট স্থগিত হওয়ায় দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। গত শুক্রবার থেকে টানা চার দিনের ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ থাকায় অচলাবস্থার মধ্যে পড়ে দেশের সবচেয়ে বড় এ স্থল বন্দরটি।
বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘ধর্মঘটের কারণে ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য পরিবহন করতে পারেনি। এতে অনেকটা পণ্যজট তৈরি হয়েছিল।