কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধশতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল প্রাঙ্গণে তা বিতরণ করা হয়। বাবার মৃত্যুবার্ষিকীতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের নির্বাহী পরিচালক প্রসেনজিৎ কুমার বিশ্বাস এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন ।
এতে প্রসেনজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি ছিলেন আরডিএসের মহাসচিব সুকুমার বিশ্বাস, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।