হোম > ছাপা সংস্করণ

আবারও যুক্তরাষ্ট্রে মৌসুমী

মায়ের সঙ্গে দেখা করতে এখন যুক্তরাষ্ট্রে মৌসুমী। হাতে থাকা সিনেমার কাজ গুছিয়ে গত ২৪ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন তিনি। মৌসুমী বলেছেন, ‘মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। তাই আরও আগেই আসার ইচ্ছা ছিল। কিন্তু কিছু শুটিং আর ডাবিং বাকি ছিল। পত্রিকা অফিসেরও কিছু কাজ ছিল। সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগল। এই মুহূর্তে মায়ের পাশে থাকাটা জরুরি, তাই ছুটে এলাম যুক্তরাষ্ট্রে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে পুরোপুরি সুস্থ করে তোলেন।’

গত বছরের শেষ দিকে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন মৌসুমী। ফিরেছেন ডিসেম্বরের শেষ নাগাদ। দেশে ফিরেই টানা সময় দিয়েছেন শুটিংয়ে। অংশ নিয়েছেন শিল্পী সমিতির নির্বাচনে। নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনের আমেজ কাটিয়ে অংশ নিয়েছেন শুটিং-ডাবিংয়ে। কাজ শেষ করেছেন নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে আশুতোষ সুজনের সিনেমা ‘দেশান্তর’। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন আহমেদ রুবেলের সঙ্গে। শুটিং করেছেন মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার। ভাঙন সিনেমায় তাঁর সহ-অভিনেতা ফজলুর রহমান বাবু ও প্রাণ রায় এবং সোনার চর সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান ও ওমর সানী। তিনটি সিনেমার কাজ গুছিয়ে দেশ ছেড়েছেন মৌসুমী। হাতে রয়ে গেছে জাহিদ হোসেনের ‘ছিটমহল’ ও ‘কানাগলি’ নামের দুটি সিনেমার কাজ।

মৌসুমী ২১ মার্চ দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি ও তাঁর স্বামী ওমর সানী ওমরাহ পালনের পরিকল্পনা করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ