গাইবান্ধা সুন্দরগঞ্জের ১০ ইউনিয়নে লাঙ্গল প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে উপজেলা জাতীয় পার্টি। ইউনিয়নের নেতা-কর্মী ও ভোটারদের মতামতে ভিত্তিতে এ প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানা যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘এর আগে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করি। সেখানে তাঁদের সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করা হয়। এ ছাড়া ছাপড়হাটীতে প্রার্থী দেওয়া হবে। বাকি দুটি ইউনিয়নে প্রার্থী থাকবে না।’
প্রার্থীরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাজি জহুরুল ইসলাম বাদশা। সোনারায় ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আনছার আলী সরদার। দহবন্দ ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু। সর্বানন্দ ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. মশিউর রহমান সরদার। রামজীবন ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এ টি এম এনামুল হক মন্টু।
ধোপাডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার এ টি এম মাহবুব আলম শাহীন। শান্তিরাম ইউনিয়নে জাতীয় পার্টি নেতা এস এম মমিনুর রহমান রবিউল। কঞ্চিবাড়ী ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আশরাফুল আলম লিটন চাকলাদার। শ্রীপুর ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম রাজা। কাপাসিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন সরকার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।