হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মো. রব্বানি। তিনি আড়াইবাড়িয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রিটার্নিং অফিসার মো. এহছানুল হক বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রব্বানিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।