বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। গত শনিবার পিএসটিসির ৩২তম সাধারণ সভায় ২০২২-২৩ মেয়াদের জন্য নতুন গভর্নিং বডি নির্বাচনে তিনি এ দায়িত্ব পান।
সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম ও গীতালি বদরুন্নেসা যথাক্রমে ভাইস চেয়ারপারসন ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এই তিনজনসহ মোট সাত সদস্যের নতুন কমিটি ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।
পিএসটিসি একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৯৭ সাল থেকে কাজ শুরু করলেও সরকারের একটি প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু ১৯৭৮ সালে।