হোম > ছাপা সংস্করণ

বাবা-ছেলেকে খুন করা হয় ভাড়াটে লোকজন দিয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ের ইজারার জমি নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ভাড়াটে লোকজন দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা-ছেলেকে খুন করা হয়। গ্রেপ্তার সালাহউদ্দিন গত বুধবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিন গত বুধবার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পাহাড়ে ইজারার জমির নিয়ন্ত্রণ নিয়ে ফটিকছড়ির ফকির আহাম্মদ ও তাঁর বাবাকে খুন করা হয়েছিল।

পিবিআই কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিন জবানবন্দিতে জানান, তাঁরা ভাড়াটে হিসেবে হত্যাকাণ্ডে অংশ নেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আরও ছয়জনের জড়িত থাকার তথ্য মিলেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বছর ২৮ সেপ্টেম্বর পাহাড়ে কৃষি খামারে গিয়ে নিখোঁজ হন ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের ফকির আহাম্মদ (৩৩)। পরের দিন সকালে মানিকপুর গ্রামে দুইদ্যাখালে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাঁর বাবা এজাহার মিয়া (৭০) বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। চলতি বছরের ২৪ জুন নিখোঁজ এজাহার মিয়া (৭০)। পরের দিন বিকেলে তাঁর লাশ জমির পাশে একটি বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

পিবিআই জানায়, গত ২৮ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরের নির্দেশে ফকির আহাম্মদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। এরপর পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এজাহার মিয়া হত্যা মামলার তদন্তও আমাদের দেন। গত মঙ্গলবার ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. ফিরোজ (৩৮), মো. সালাউদ্দিন (২৮) ও মো. এখলাছ (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ