মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপুল পরিমাণের ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছেন আজমীর হোসেন নামে চট্টগ্রামের এক পুলিশ সদস্য। এ সময় ঘটনাস্থলে তাঁর কাছ থেকে ১০ হাজার ও চট্টগ্রামের বাকলিয়ার বাসা থেকে ৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গত সোমবার রাতে কুমিল্লা জেলার দাউদিকান্দি থানার টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। অভিযুক্ত আজমীর হোসেনের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারীতে।
চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ উজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সদস্য আজমীর হোসেনের কাছ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, কুমিল্লার ডিবি পুলিশ আজমীরকে প্রথমে ১০ হাজার ইয়াবাসহ আটক করেন।