হোম > ছাপা সংস্করণ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়েছে জখম করার খবর পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনায় মো. রাতুল (২২) নামে এক যুবকসহ তিনজনের নামে মামলা হয়েছে।

অন্য আসামিরা হলেন মো. রাফিন (২০), মো. রাজা (৪৭)। মামলায় অজ্ঞাত আরও ৬ / ৭ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাতুল নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। স্কুলে আসা যাওয়ার সময় পথ আটকিয়ে বিভিন্নভাবে হয়রানি করতেন। কয়েকবার ছাত্রীর বাবা রাতুলের পরিবারকে বিষয়টি জানালে ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না তাঁরা আশ্বস্ত করেন। গত শুক্রবার এক ব্যক্তিকে রাতুল তাঁর মোবাইল নম্বর দিয়ে বলে ছাত্রী যেন ফোন দেয়। রোববার সকালে এ বিষয়ে ছাত্রীর বাবা প্রতিবাদ করেন। ভবিষ্যতে এমন না করতে সতর্ক করে দেন। ওই দিন সন্ধ্যায় রাতুলসহ কয়েকজন এসে ওই ছাত্রীর বাবার দোকানে এসে হামলা এবং তাঁকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মারধরে তাঁর ডান হাতের জয়েন্টের ডিস্ক খুলে গেছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, অভিযুক্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রীর বাবা মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ