হোম > ছাপা সংস্করণ

শৌচাগার না থাকায় ভোগান্তি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী উপজেলা সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে, হাট-বাজারে ও অফিসে নারীদের জন্য শৌচাগারের কোনো ব্যবস্থা নেই। বাজারের কোথাও কোথাও শৌচাগারই নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিভিন্ন কাজে উপজেলার হাটে হাজারে বা বিভিন্ন অফিসে গেলে, প্রায়ই বিব্রতকর পড়েন সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়েন নারীরা। তাঁদের দাবি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে, হাটে-বাজারে ও সরকারি বেসরকারি অফিসে শৌচাগারের ব্যবস্থা করা হোক।

সরেজমিনে উপজেলা সদরে দেখা যায়, হাটে বাজারে কোথাও শৌচাগার নাই। উপজেলা পরিষদের কাছাকাছি এলাকায় সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কোনো শৌচাগার তৈরি করা হয়নি। শৌচাগার না থাকায় শিশুরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে। এতে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে হাট-বাজারগুলোর আশপাশের এলাকা। তা ছাড়া এখন নারীরাও বিভিন্ন কাজে উপজেলা পরিষদে, বিভিন্ন অফিস আদালতে, ব্যাংক বিমাসহ নানা কাজে উপজেলায় সদরে আসেন। কাউখালী বাজারের কোথাও নারীদের জন্য আলাদা শৌচাগার নেই। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নারীদের।

উপজেলা অফিসে ব্যক্তিগত কাজ করতে শিয়ালকাঠী থেকে আসা নাজমুন নাহার নামের এক নারী বলেন, উপজেলায় কোটি কোটি টাকা বরাদ্দ আসে। অথচ এই সময়ে এসেও নারীদের জন্য শৌচাগার তৈরি করতে পারেনি উপজেলা পরিষদ। এটা দুঃখজনক।

উপজেলা মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি উপজেলা প্রশাসনের কাছে নারীদের জন্য আলাদা শৌচাগার নির্মাণের দাবি করছি। কিন্তু আজ কোনো কাজ হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা খালেদা খাতুন রেখা বলেন, শৌচাগার তৈরির জন্য এবার বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার হাট-বাজারে যেখানে প্রয়োজন সেখানে শৌচাগার নির্মাণ করা হবে

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ